শেরপুরে ইভটিজিং করার দায়ে উজ্জ্বল (২২) নামের এক বখাটের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মকসেদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বখাটে উজ্জ্বল উপজেলার নন্দীর জোত গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, ওই স্কুলের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার সময় স্থানীয়রা বাখাটে উজ্জ্বলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব