খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট তেলীপুকুর এলাকায় দুর্ঘটনায় ইমাদুল (৪২) নামের এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আটরশি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চালকের নিয়ন্ত্রণ এদুর্ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহত ইমাদুলের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার এলাকায়। সে একজন রং মিস্ত্রী। আহত দুইজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন