মাদারীপুরের শিবচরে ১৩ বছরের এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ইফতিয়ার মুন্সী (১৬) নামের এক বখাটেকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে এ ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ এ দণ্ড প্রদান করেন।
আটককৃত ইফতিয়ার মুন্সী উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মোশারফ মুন্সীর ছেলে।
শিবচর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব