নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্র উদ্ধার ও ওষুধ বিক্রেতাকে রক্তাক্ত জখম করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মুড়াপাড়া এলাকার মাসুম, মোকলেছুর রহমান, তারা মিয়া, বাদল মিয়া, রিপন, কাজল, জাহাঙ্গীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাব্বার মেম্বারের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা তোফায়েল আলমাছের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত সোমবার বিকেলে উভয় গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুড়াপাড়া বাজার এলাকায় অবস্থান নেন। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটনানো হয়। এছাড়া বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া মিতু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান ব্যপক ভাংচুর করে। আর এসব ঘটনায় ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, রূপগঞ্জ থানায় উভয় পক্ষ থেকে আলাদাভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব