লক্ষ্মীপুরে গোপন বৈঠককালে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নাজমুল ইসলামসহ জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয় মান্দারী বাজার জামায়াতের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, নতুন করে নাশকতার ছক তৈরি করতে সকালে মান্দারী বাজারস্থ দলীয় কার্যালয়ের ভেতরে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব