জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী ও স্থানীয় প্রতিনিধি মাজেদুর রহমানের বিরুদ্ধে দ:বি: ৫০০/৩৪ ধারায় মানহানী মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
প্রেসক্লাবের আহবায়ক মঞ্জুর মোর্শেদের(ইনকিলাব)সভাপতিত্বে ও সদস্য সচীব ভবতোষ চৌধুরী নুপুর(এটিএন নিউজ) এর পরিচালনায় প্রতবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম (যুগান্তর), সাবেক সভাপতি শহিদ-ই হাসান তুহিন(যায়যায়দিন), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মো: সেলিম(ভোরের কাগজ), সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন সজল(মানবজমিন), সাবেক সাধারন সম্পাদক কাজী সাব্বির আহম্মেদ দীপু(সমকাল), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোনিয়া হাবিব লাবনী (বাংলাভিশন), নির্বাহী সদস্য সেতু ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), একে আজাদ মুন্না(চ্যানেল২৪), মামুনুর রশীদ খোকা (আমাদের সময়), মো: মাহাবুবুর রহমান(আমারদেশ), মাহাবুব আলম বাবু(আমাদের সমায়), সুমন ইসলাম(জনতা), লাবলু মোল্লা(বাংলাদেশ প্রতিদিন), মো: জসিম উদ্দিন (একাত্তরটিভি), মঈনউদ্দিন সুমন (এনটিভি), সূজন হায়দার জনি(দেশটিভি), মাসুদুর রহমান(ডেইলী সান), মো: গোলজার হোসেন(দিনকাল), শেখ মো: রতন(মাইটিভি), আরাফাত বাবু(সকালের খবর), জাহাঙ্গির হোসেন আকাশ( নিউএইজ), নুরুন্নবী মুন্না(এসএটিভি), শিহাবুল হাসান (চ্যানেল-নাইন), কে এন ইসলাম বাবুল(এশিয়ানটিভি), নাদিম মাহামুদ(আমাদের অর্থনীতি), মো: জুয়েল হোসেন(ভোরের ডাক), মো: জুয়েল, আবু হানিফ রানা (আমার সংবাদ), জেলা ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো: জাফর, সাধারন সম্পাদক সুমিত সরকার সুমন, কোষাধ্যাক্ষ্য রাজীব হোসেন বাবু প্রমুখ।
এ সমায় বক্তারা দেশবরেণ্য সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে জয়পুর হাটে দায়ের করা হয়রানীমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং দেশে সাংবাদিকদের কন্ঠ রোধের এ অপচেষ্টাকে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন