নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জহিরুল হক রায়হানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কবিরহাট উপজেলা ও পৌরসভা নাগরিক কমিটির ব্যানারে কবিরহাট-বসুরহাট সড়কের হাজী ইদ্রিস চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োন করা হয়।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এসএম ফারুক হোসেন, আওযামী লীগ নেতা সামছুদ্দিন সাকলাইন, হোয়াইটম্যান বাবুল, মো. সুমন, আবদুল ওহায়েদ, মোসলেহ উদ্দিন নবী।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন