ময়মনসিংহের ত্রিশালে গণপিটুনিতে অজ্ঞাত (৩০) এক ছিনতাইকারী নিহত হয়েছে। এর আগে ছিনতাইকারির গুলিতে আল আমিন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কানহর মেইন রোডের পাশে এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ওই ছিনতাইকারীকে ছিনতাই করার সময় স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। পরে নিজেকে বাঁচাতে ছিনতাইকারী গুলি ছুঁড়লে আল আমিন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই নিহত হয়। পরে নিহত ব্যাক্তির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আহত আল আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন