আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে বরগুনার পাথরঘাটায় মনোনায়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
মঙ্গলবার রাতে পাথরঘাট বাজারের গোল চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে এ হরতালের ডাক দেন ৩নং চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান জুয়েল।
এর আগে, বেলা দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয় মনোনায়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে।
আব্দুর রহমান জুয়েল জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনায়ন প্রত্যাশীদের যাছাই বাছাই কার্যক্রম শুরু হয়। ৮৩ জন নেতাকর্মীর ভোটে মনোনায়ন দেয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। সে অনুযায়ী তিনি ৩৯টি এবং ফিরোজ পান ৪০ ভোট।
তবে দুটি ভোট অস্পষ্ট হলেও তার একটি ফিরোজকে দিয়ে তাকে পরাজিত করা হয়েছে বলেও অভিযোগ করেন জুয়েলে।
তিনি আরও জানান, এ নিয়ে উভয়পক্ষের মধ্যেই হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিকেল থেকে পাথরঘাটার বিভিন্ন সড়কে মিছিল করে তার সমর্থকরা। পরে সন্ধ্যায় গোল চত্বরে প্রতিবাদ সমাবেশে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন