চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি বসতঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌরসদরের আমিরাবাদ গ্রামের মরকুতুর রহমান ভূঁইয়া বাড়ির দেলোয়ার হোসেন ছট্টুর ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তা মুহূর্তেই আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে হারুন, লিটন, কালা মিয়া, শুক্কুর, বদাই, জসিম, জামাল, কেনু মিয়া, লেদা, আলতাফ, নেজাম, মফিজ, মনা মিয়া, আবুতাহেরসহ বিভিন্ন জনের ১৬টি ঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণাংলংকার, আসবাবপত্র ও দলিলাদি পুড়ে গেছে।
সীতাকুণ্ড ফায়ার ষ্টেশান অফিসার মো. ফকরুদ্দীন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন