পটুয়াখালীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে এক স্কুলশিক্ষক ও এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মটরসাইকেল আরোহী এক শিক্ষিকা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পটুয়াখালী-বাউফল সড়কের শৌলা আকন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্রোকমহল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীরাম চন্দ্র দাস (৬২) এবং চালক মো. ফারুক হাওলাদার (৩০)। এছাড়া আহত হয়েছেন ভূরিায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাসিদা বেগম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস ছেড়ে আসে। বাসটি শৌলা নামকস্থান অতিক্রমকালে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই শিক্ষক শ্রীরাম চন্দ্র দাস ও মোটরসাইকেল চালক মো. ফারুক হাওলাদার মারা যায়।
এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত রাসিদাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব