কক্সবাজরের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্লেন মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার সকালে তাঁর নেতৃত্বে টেকনাফ বিওপির একটি টহলদল গোপন সংবাদে টেকনাফ পৌরসভার হেচ্ছারখাল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে। সে মিয়ানমার মংডু প্রাণপ্রু এলাকার জলিল আহম্মেদের ছেলে আয়ায উদ্দিন (২০) বলে তিনি জানান।
অপরদিকে, একইদিন একই বিওপির একটি টহলদল গোপন সংবাদে পৌরসভার নাইট্যং পাড়া নাফনদী এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় মালিকবিহীন ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এক লাখ ৭০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে তিনি জানান।
আবু জার আল জাহিদ আরও জানান, উদ্ধার ইয়াবাসহ মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামালার প্রক্রিয়া চলছে।।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব