মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরি ঘাটে আজ বুধবার সকালে বাসের চাপায় পিষ্ট হয়ে জামাল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জামাল ফেনীর দাদনভুইয়া উপজেলার বাসিন্দা।
শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, জামাল সদরপুরের আটরশি দরবার শরিফ থেকে ফিরছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস ফেরিতে উঠতে গেলে জামাল হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ