'তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণ রাষ্ট্রের ওপর ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার অধিকার তাদের দেয়া হয়েছে। এছাড়া অন্য অধিকাংশ আইনই জনগণকে শাসন করার জন্য রাষ্ট্র দ্বারা ব্যবহার করে থাকে।’
মঙ্গলবার রাতে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তথ্য জানার অধিকার বিষয়ক সাংবাদিকদের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক প্রশাসন মহিবুল হোসেইন, উপ পরিচালক ড. আব্দুল হাকিম, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম, সাংবাদিক নেতা শরীফ আমিরুল হাসান বুলু, শামীম খান, অলোক বোস, অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ