ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পথচারীদের চাপা দিলে এতে ঘটনাস্থলেই ৩ পথচারীর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরো ৩ জন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ঢাকাগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। তাদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ