নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিক বাস খাদে পড়ে গেলে ৪০ জন পিকনিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় ও নীলফামারীর ডোমার উপজেলা সড়কের পাগলারবাজার নামক স্থানে। আহতদের দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু'জনকে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরা হলেন বাসের হেলপার মহিদুল (৩২) ও পিকনিক যাত্রী রুবেল (৩০)।
পিকনিকযাত্রী আহত ফিরোজ (২৫) জানায়, তারা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের নন্দনগছ গ্রাম থেকে ৪০ জন দিনাজপুরের ফুলবাড়ির স্বপ্নপুরি নামকস্থানে পিকনিকে যাচ্ছিলেন। পথে নীলফামারীর ডোমার উপজেলার পাগলাবাজার নামকস্থানে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মা জাহানারা পরিবহন নামের পিকনিকবাসটি বাসটি (ঢাকা মেট্রো-চ- ৯৭৬৯) সড়কের ধারে একটি পুকুরে উল্টে পড়ে।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ফায়ারকর্মীরা বাস থেকে পিকনিকযাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ