টাঙ্গাইলের গোপালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত সোনা মিয়া হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। আাসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকার পাল্টা মামলা দায়ের করে বাদীকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গোপালপুর উজেলার গুলিপেচা গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে সোনামিয়া গত ২২ জানুয়ারি তার ছোট ভাই শহিদের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হন। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত সোনা মিয়ার উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা করে তাকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ হামলায় সোনা মিয়া ও তার স্ত্রী মালতী বেগমসহ ৫ জন মারাত্বক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে সোনা মিয়ার অবস্থার মারাত্বক অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ৬ দিন পর চিকিৎসারত অবস্থায় সোনা মিয়া মারা যায়।
পরে নিহতের স্ত্রী মালতী বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন একই গ্রামের মৃত মনত্মাজ আলীর ছেলে টগর, আকাব্বর, মো. নুরুন, সুরুজ্জামান, তুলা মিয়ার ছেলে মনির, মমিন, মৃত ইন্তাজ আলীর ছেলে শফিকুল ইসলাম দুদু, আবুলের ছেলে সেন্টু, শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া, আজাহার আলীর ছেলে নুরুল ইসলাম, টগর মিয়ার ছেলে জনি মিয়া, সরুজ্জামানের ছেলে সনি ও সফিকুল ইসলাম দুদুর ছেলে বিপ্লব। উক্ত আসামীদের সাথে সোনামিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এদিকে, মামলা তুলে নেয়ার জন্য আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আসামীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অপর দিকে কোর্টে পাল্টা মামলা দিয়ে বাদী ও তার পরিবারের লোকজনে বিভিন্নভাবে হয়রানি করে আসছে আসামীপক্ষ। এছাড়াও ফেসবুকেও বাদী ও বাদীর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।
মামলার আইও হেমনগর পুলিশ ফাঁড়ির এ এস আই মো. তাহের জানান, সোনামিয়া হত্যা মামলার তদন্ত কাজ চলছে। আসামীরা সকলেই ঘর বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছে। তাদের ধরার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীরা যেখানেই থাকুক অল্প সময়ের মধ্যেই ধরা পড়বে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ