ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর আশুগঞ্জ সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নৌপথে ১০-১২জন সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সারকারখানার পাশের এলাকায় হানা দেয়। এ সময় ডাকাতদল পুলিশের উপর হামলে পড়ে। এতে পুলিশের এসআই ইদ্রিস মিয়া, কনস্টেবল মো. ইব্রাহিম মিয়া, আজম খান ও সিদ্দিকুর রহমান আহত হন। তাদেরকে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পুলিশ দেশীয় অস্ত্রসহ মো. সাদ্দাম মিয়া ও মো. নূরুল আমিন নামে দুই ডাকাতকে ঘটনাস্থল থেকেই গেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে গেলে হামলা শিকার হয়। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করে আজ বুধবার আাদলতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ