মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্ন্দি থেকে তিনটি ভারতীয় ঘোড়াসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ঘোড়া বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল সাহা অভিযান পরিচালনা করে ঘোড়াসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইলের লেবু মিয়ার ছেলে তোফাজ্জেল হক (২৩), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগরকেয়া গ্রামের আফছার আলীর ছেলে আলম হোসেন (৪৫) ও ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার সুমুরদিয়াড় গ্রামের বজলুর রহমান (৪৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, একটি ট্রাকে করে ভারতীয় ৩টি ঘোড়া পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার শুকুরকান্দিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের তিনটি ঘোড়াসহ ওই তিনজনকে আটক করে থানায় নেয়। তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে আটক ট্রাক চালক বজলুর রহমান বলেন, চুয়াডাঙ্গা জেলার বোয়ালমারী থেকে ঘোড়া তিনটি গাজিপুর চৌরাস্তা এলাকায় নেওয়ার উদ্দ্যেশে তার ট্রাক ভাড়া করা হয়েছে। ঘোড়াগুলো ভারতীয় কিনা তা তিনি জানেন না।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ