লক্ষ্মীপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন ওরয়ে নুরুল আমিনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয় মান্দারী ইউনিয়নের আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন দক্ষিণ মান্দারী গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। মারামারির ঘটনায় দায়েরকৃত একটি জিআর মামলায় তাকে দুই বছরের সাজা প্রদান করেছেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ