ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলায় নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। চাপড়তলায় ইউনিয়নের উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী কুলসুমা বেগম (৪৫)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নূর মোহাম্মদ তার নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনো স্পষ্ট নয়। সকালে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ