গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপদিয়ে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকেলে বামনডাঙ্গা রেলস্টেশনের উত্তর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বামনডাঙ্গা রেল স্টেশনে সান্তাহার-দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেনের নিচে লাফিয়ে পড়েন জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেনজানান, ওই যুবক শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিরুদ্ধে দুটি নাশকতা মামলাও রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন