সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে কালিগঞ্জের কদমতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- সাতক্ষীরা শহরের কাশিমপুর গ্রামের রমজান আলীর স্ত্রী তাজিনা বেগম ও একই এলাকার মৃত এশার আলীর মেয়ে খাদিজা খাতুন।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অমল চন্দ্র রায় জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন