চুয়াডাঙ্গায় নবীন-প্রবীণ জাগরণ সংঘের পিকনিকের খাবার বিতরণ করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার শহরের মাঝের পাড়া এলাকায় দিবাগত রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ায় নবীন-প্রবীণ জাগরণ সংঘের বার্ষিক পিকনিকে খাবার বিতরণের সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নজর আলী, হীরা, মারুফ, রাজ্জাক ও শরীফ আহত হয়। এদের মধ্যে হীরাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর দু’পক্ষের সশস্ত্র মহড়ায় পণ্ড হয়ে যায় পিকনিক।
এ ব্যাপারে নবীন প্রবীণ জাগরণ সংঘের সভাপতি তালাত মণ্ডলের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিংন্ত্রণে আনে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব