নিজের মনোনয়ন অন্য প্রার্থীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়ি ঘর ভাঙচুর করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার বেলা ১১টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি করিম সরকার জানান, দলীয় প্রার্থী নির্বাচনে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের মতামত ও ভোট নেওয়া হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকারকে শতভাগ ভোট দেয় নেতৃবৃন্দ। এরপর তার নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু ১৯ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ জানতে পাই তৃণমূল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মনগড়াভাবে সফিক নামের এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এতে শাহজাহান সরকার কারও প্ররোচনায় সফিক নামের ওই ব্যক্তির নিকট তার মনোনয়ন বিক্রি করে দিয়েছেন বলে ধারণা জন্মায় নেতাকর্মীদের মধ্যে। ওই ক্ষোভে শনিবার নেতা-কর্মীরা তুলাগাঁও গ্রামের শাহজাহান সরকারের বাড়ি-ঘর ভাংচুর করে। এক পর্যায়ে তারা শাহজাহান সরকারকে ঘর থেকে তুলে নিয়ে পাশ্ববর্তী তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ সরকার জানান, ঘটনার সময় স্থানীয় এমপি মোবাইল ফোনে মনোনয়ন বিক্রির বিষয়টি মিথ্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হয়েছে বলে আমাদের অবহিত করেছেন। এছাড়া পরিস্থিতি শান্ত করতে শাহজাহান সরকারকে নির্বাচন অংশ নিতে তিনি পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব