বগুড়ার শাজাহানপুরে আবারও বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের পারটেকুর কুশাগাড়ী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।
এর আগে ১৪ ফেব্রুয়ারি উপজেলার দুবলাগাড়ী ব্রীজের উত্তর পাশে করতোয়া নদী থেকে মামুনুর রশিদ মানিক (৩০) নামের গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে আবারও একটি বস্তাবন্দি লাশ উদ্ধার করা হলো।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, স্থানীয়দের দেয়া খবরে শনিবার বিকেল সাড়ে ৬টার সময় কুশাগাড়ী এলাকায় একটি সরিষার ক্ষেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন