নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের জায়েদুল (২৫) ও জয় (১৮) নামে দু’যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মিতু (১৬) নামে এক কিশোরী আহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টায় গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, চাকরির আশ্বাসে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের জজমিয়ার মেয়ে মিতু বেগম শুক্রবার বিকেলে নরসিংদী গাবতলী এলাকার জায়েদুলের বাড়িতে আসে এবং তারা জায়েদুলের চাচির বাড়িতে রাত্রীযাপন করে। ঘটনার দিন আজ বেলা সাড়ে ৩টায় জায়েদুল, তার বন্ধু জয় ও মিতু গাবতলী কবরস্থান সংলগ্ন কাঠ বাগানে দাড়িয়ে কথা বলার সময় ১০/১২ দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তদের এলোপাতারী ছুরিকাঘাতে ঘটনাস্থলেই জায়েদুল নিহত ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জয় মারা যায়।
এ ঘটনায় গুরুতর আহত মিতু বেগমকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. খালেদ ইবনে মালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২০ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন