পঞ্চগড় জেলার দেবীগঞ্জে অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় নামের মন্দিরের এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের গুলিতে আহত হয়েছেন ওই মন্দিরের এক পূজারী। তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের করতোয়া নদী সংলগ্ন শ্রীশ্রী শান্ত গৌড়ীয় মঠে এ ঘটনা ঘটে বলে জানান দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে পুরোহিতের নাম জানাতে পারেননি তিনি।
শফিকুল ইসলাম জানান, সকালে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠ সংলগ্ন বাড়িতে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে যজ্ঞেশ্বর রায়কে হত্যা করে। মন্দিরের পূজারী গোপাল (৩৫) বাধা দিতে এলে তাকেও গুলি করে দুর্বৃত্তরা। পায়ে গুলিবিদ্ধ গোপালকে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব