দিনাজপুর জেলার বীরগঞ্জে সমন্বিত খামার ব্যবস্থপনা কম্পোনেন্ট কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচী প্রকল্প পরিদনর্শন করেন ডেনমার্ক প্রতিনিধি প্রকল্পের সিনিয়ন এ্যাডভাইজার রিলা নরসুুলুন্ড এবং ইনুষ্টলেশন ডেভলভমেন্ট এ্যাডভাইজার কেটরেননি প্লেসনার।
আজ বুধবার বিকেল ৩ টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে সমন্বিত খামার ব্যবস্থপনা কম্পোনেন্ট কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচী প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তারা প্রকল্প আওয়াতাভূক্ত কৃষকদের উৎপাদিত পন্য উৎপাদ প্রক্রিয়ার ও বিপনন ব্যবস্থা এবং সমস্যা বিষয়ে সরাসরি কৃষকদের কাছে জানতে চান। সেখানে একটি বিক্রয় কেন্দ্রে উদ্বোধন করেন।
প্রকল্পের সুবিধা ভোগী কৃষক মোঃ মোতালেব হোসেন জানান, প্রকল্পের আওতায় সমিতির প্রত্যেক কৃষক তাদের উৎপাদিত পন্য এখানে এনে বিক্রয় করে। কৃষকদের উৎপাদিত সামান্য পরিমান পন্য বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করলে ন্যায্য মুল্যে পাওয়া যায় না। আবার পরিবহন খরচ হয়। এ প্রকল্পের আওতায় সকলে সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে। সমিতির পক্ষে তাদের কাছ থেকে সংগ্রহ কেন্দ্রে নগদ মুল্যে উৎপাদিত পন্য ক্রয় করা হয়। এখন তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাট-বাজারে যেতে হয় না। এতে কৃষককেরা লাভবান হচ্ছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা জানান, ডেনমার্ক সরকারের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন আইএফসি প্রকল্পের মাধ্যমে কৃষদের উৎপাদিত পন্য বিক্রয় এবং ন্যায্য মুল্য প্রাপ্তির লক্ষ্যে এ প্রকল্প বেশ ভূমিকা রাখছে। এ প্রকল্পের আওতাধীন কৃষকরা উপকৃত হয়েছেন। সাহায্য সংস্থার ডেনমার্ক প্রতিনিধি এই কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন