ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানেই অবস্থান করছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে পাকিস্তান সেনাবাহিনী। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির মুখপাত্র আমির মীর জানিয়েছেন, সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশি খেলোয়াড়রা পিএসএল প্রধান সালমান নাসিরের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। ডিনারের সময় তারা বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আমির মীর বলেন, 'বিদেশি ক্রিকেটাররা দেশ ত্যাগ করছেন না, কারণ বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে তারা এখন সেনা নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছেন।'
পিসিবি আশা করছে, এই সাময়িক উত্তেজনা পিএসএলের চলমান আসরে কোনো প্রভাব ফেলবে না। তবে যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসবে।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তানে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা পিসিবি এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, 'আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি। আগামী কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
এছাড়াও, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে সংশ্লিষ্টদের।
বিডি প্রতিদিন/মুসা