শিক্ষক জাতীয় করণ, শিক্ষাখাতে সবোর্চ্চ বরাদ্ধ, সৃষ্ট পদে বেতন প্রদান, নন এমপিও প্রতিষ্ঠানে এমপিও করণ ও নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান করাসহ শিক্ষক কর্মচারীদের ১৭ দফা দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ঝিনাইদহ পায়রা চত্বর মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি মৃনাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুব্রত মল্লিক, অধ্যক্ষ অমল ঘোষ, অধ্যক্ষ আসাদুজ্জামান, অধ্যক্ষ নিমাই বিশ্বাস প্রমূখ। বক্তারা বলেন দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক কর্মচারীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন