মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে ঢোলের ভেতর থেকে এ মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইছাখালি ইউনিয়নের রাখাল দাশের ছেলে জীবন দাশ (৩৫), পূর্ব ইছাখালীর বেনুরাম জলদাশের ছেলে খোকন জলদাস (৩৭) ও সীতাকুণ্ডু উপজেলার পেজুলাল জলদাশের ছেলে সৃর্থ লাল জলদাশ (৪১)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
ওই থানার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ জানান, ওই তিন ব্যক্তি ঢোল কাঁধে নিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তল্লাশি করলে ঢোলের ভেতরে ওই মদ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন