দিনাজপুর জেলার বোচাগঞ্জে লাকড়িবাহী ট্রাক্টর ও ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের ভাঙা মাদ্রাসা মোড়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বকুলতলা গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে ভ্যানচালক মো. উজির আলী (২৫) ও একই গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে ভ্যানের যাত্রী মো. স্বপন শাহ (৩২)।
স্থানীয় মো. শামসুল আলম জানান, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের ভাঙা মাদ্রাসা মোড়ে রাত সাড়ে ১২টায় লাকড়িবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানচালক উজির আলী ও যাত্রী স্বপন শাহ নিহত হন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ঘটনাটি গভীর রাতে প্রত্যন্ত এলাকায় ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন