'দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়।' এ স্লোগানে কিশোরগঞ্জে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও হিলিপ প্রকল্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে এলজিইডি প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এলজিইডি ও হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে এলজিইডি মিলনায়তনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মওলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হিলিপ প্রকল্পের জেলা সমন্বয়কারী নূরুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সারোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন