মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান অবিস্মরণীয়। ত্রিপুরাবাসীর সহযোগিতায় মাত্র ৯ মাস যুদ্ধ শেষে বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক একটি মানচিত্রের জন্ম হয়। ত্রিপুরাবাসীর কাছে বাংলাদেশ অনেক ঋণী।’ আজ বুধবার বিকালে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম' এবং 'বঙ্গবন্ধুর জীবনের স্মরণীয় ঘটনা' নামে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি সেখানে যান।
আখাউড়া স্থলবন্দর সীমান্দে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরা রাজ্যের এডিএম আর কে নোয়াতিয়া, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন অফিসের সহকারী কমিশনার মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব, পৌর মেয়র তাকজিল খলিফা, আখাউড়া সদর বিজিবি কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবু সাঈদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ ২০১৬/শরীফ