বরিশালের গৌরনদী থেকে নিখোঁজের চারদিন পর মো. শাহীন নামে এক যুবকের বস্তাবন্দি লাশ পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম সংলগ্ন হেমায়েত হাওলাদারের বাড়ির সামনে মীরের হাট খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভাটায় খালের পানি কমে গেলে দুর্গন্ধযুক্ত প্লাষ্টিকের দুটি বস্তা পাড়ে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আগৈলঝাড়া থানার এসআই শাহজাজাল বস্তাবন্দি লাশ এবং আরেকটি বস্তায় হেলমেড সহ কিছু মালামাল উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর সেটি নিখোঁজ শাহীনের বলে সনাক্ত করেন তার চাচাতো বোন ছয়গ্রামের সুমন মৃধার স্ত্রী নাজমা বেগম। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহীনের চাচাতো ভাই সুমন খান জানান, গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ পালরদী মহল্লার ফরহাদ হোসেন খানের বড় ছেলে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের ভ্যান চালক শাহিন গত ১৩ মার্চ সন্ধ্যার পর ৫ হাজার পাওনা টাকা আদায়ের জন্য তার মায়ের কাছে বলে বাসা থেকে বেড়িয়ে যায়। কার কাছে সে টাকা পেত তাও জানায়নি। বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় ১৫ মার্চ রাতে তার বাবা গৌরনদী মডেল থানায় সাধারন ডায়েরী করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই শাহ জালাল জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা পরিকল্পিত হত্যা। বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আরেকটি বস্তায় হেলমেড, মহিলা ও পুরুষের একজোড়া করে স্যান্ডেল, বাচ্চাদের কিছু কাপড়-চোপড়, রেক্সিন, মেলামাইনের ট্রে ও প্লেট উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৬/ সালাহ উদ্দীন