লক্ষ্মীপুরে জমকালো আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জম্মদিন পালন করা হয়েছে।
১৬ মার্চ দিবাগত রাত রাত ১২টা এক মিনিটে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে আতশবাজি ফুটানো, কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন