নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ব্যর্থ হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলমকে অন্যত্র বদলী করেছে নির্বাচন কমিশন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন মল্লিক আজ বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে মোরেলগঞ্জের সার্বিক পরিস্থিত শান্ত রাখতে ব্যর্থ হয়েছেন ওসি রাশেদুল আলম। এই ব্যর্থতা দায়ে তাকে নির্বচন কমিশন বদলী করেছে। বুধবার রাতে নির্বাচন কমিশন জেলা নির্বাচন কর্মকর্তাকে এ খবর জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন