জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস বৃহস্পতিবার নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে মোক্তারপাড়াস্থ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ব শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন যুব ও ক্রিড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, পৗর মেয়র নজরুল ইসলাম খান। এসময় আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও একে একে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে মোক্তারপাড়া মাঠে শিশু সমাবেশ করে মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নয়টায় পাবলিক হল মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সকাল সাড়ে নয়টায় শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৬/ রশিদা