চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দিনে সুচনা করেন। এর আগে শিশু সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া, প্রামান্যচিত্র প্রদর্শন আলোচনা ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির নেতৃত্বে র্যালি বের করে বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসন দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী নিয়েছে। সকাল ১০টার দিকে একটি র্যালি বের করা হয়। পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন