মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় যাত্রিবাহী বাসের ধাক্কায় আজ বৃহস্পতিবার সকালে রাজু (২০) ও লিটন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুইজন আপন চাচাতো ভাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, সকালে নিজ গ্রাম দোড়া মতনা থেকে শহরে আসার পথে ঘটনাস্থলে তাদের বহনকারি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা মুখী একটি যাত্রিবাহি বাস। এ সময় রাজু ঘটনাস্থলে ও লিটন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। নিহত রাজু দোড়ামতনা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে। লিটন একই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তারা দুইজন আপন চাচাতো ভাই।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন