লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন বাঘার নির্বাচনী প্রচারণায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাংচুর ও তার দুই সমর্থক সোলায়মান ও আমিনুলকে পিটিয়ে আহত করা হয় বলে প্রার্থী অভিযোগ করেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দিকে এ প্রার্থী তার জীবনের নিরাপত্তা চেয়ে কমলনগর থানায় একটি জিডি করেন। বুধবার রাতে সরকার দলের লোকজন কর্তৃক তার প্রচার কাজে বাধা ও হামলার পর তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলে। তা নাহলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন