গত বুধবার গভীর রাতে যশোরের মণিরামপুর উপজেলার নেঙ্গুরাহাটি গ্রামে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী মুনসুর আলীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মুনসুর আলী চালুয়াটি ইউনিয়নের লক্ষণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক ছিলেন।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, গত বুধবার রাত ১১টার দিকে চালুয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ সরদারের কর্মী-সমর্থকরা নৌকা প্রতিকের প্রার্থী আবুল ইসলাম ও তার কর্মী-সমর্থকদের উপর হামলা করে। এসময় হামলাকারীদের ধারাল অস্ত্রের আঘাতে মুনসুর আলী ও সাহেব আলীসহ অন্তত ১৯ জন আহত হন। মুনসুর আলী ও সাহেব আলীকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধানীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান মুনসুর আলী।
মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম আওয়ামী লীগ কর্মী মুনসুর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব