সিরাজগঞ্জের বেলকুচিতে বৃহস্পতিবার দুপুরের পর শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে গুরুতর আহত ১৩ জনের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার সুবর্নসাড়া গ্রামের চান মিয়ার ছেলে শাহ আলম (২৫) ও কামারপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা রাহেলা খাতুন (৫৫)।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আজাদ রহমান জানান, যাত্রী বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি বেলকুচি থেকে তাড়াশের হান্ডিয়াল নওগাঁ মাজারের ওরশে যাচ্ছিল। সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের উপজেলার সুবর্নসাড়ার কাছে পৌঁছলে ভটভটির সামনে চাকা ভেঙ্গে রাস্তার উপর উল্টে যায়। এতে ভটভটির নীচে পড়ে নারী-পুরুষসহ ১৩ জন গুরুতর আহত হয়। আহতদের বেলকুচি ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দিবাগত রাত ২টার দিকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে রাহেলা খাতুন এবং সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে শাহ আলম মারা যান।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব