কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে শাহ আলম (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত শাহ আলম ওই গ্রামের শহিদ উল্লার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী মনি আক্তার জানান, ফজরের আযানের পর আমরা ঘুম থেকে উঠি। আমি গৃহস্থালির কাজ শুরু করি আর শাহ আলম বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি আমার স্বামীকে পাশ্ববর্তী বাশার মিয়ার বাড়িতে বেঁধে রেখেছে।
খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ৬-৭ জন লোক আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করছে। এসময় আমার শ্বাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করে। এক পর্যায়ে আমার স্বামীর মৃত্যু হয়।
এব্যাপারে চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের পূর্ব রেকর্ড ভাল নয়। তার বিরুদ্ধে সিঁধেল চুরিসহ নানা অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন