সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গার্ড অব অনারের পর জানাযা শেষে রহমত কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার নিজ বাড়িতে নেয়া হলে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগন নেতাকে এক নজর দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাখা হয়। এ সময় আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
জানাযা পূর্ব আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মোহাম্মদ শামছুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু এবং মরহুমের ছেলে ইব্রাহিম ইউনুছ দ্বীপ বক্তব্য রাখেন।
নামাজে জানাযায় হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, পেট্টোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রতু, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনাতর সংগ্রামে ঝাপিয়ে পড়েন। স্বাধীনতা পরবর্তীতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে আজীবন আওয়ামী লীগের পতাকাতলে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন। জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী এ নেতা সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও পরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। গত বছর ৮ জানুয়ারী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন