আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার জন্য নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
শুক্রবার কিশোরগঞ্জের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় এক বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন যেহেতু দলীয়ভাবে হচ্ছে, আর আপনারাও কোনো না কোনো দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাসদ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব