রাজশাহীর পুঠিয়ায় নজরুল (৫৫) নামে এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গোন্ডগোহালী নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর আসাব (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশকে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুঠিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোন্ডগোহালী পূর্বপাড়ার নজরুল সকাল সাড়ে ৯টার দিকে গোন্ডগোহালী নিমতলা মোড় থেকে সাইকেলে জমি থেকে বাড়ি ফিরছিলেন। পথে কবির মন্ডলের জমির সামনে রাস্তার ব্রিজের উপর একই এলাকার আসাব সাইকেলের গতিরোধ করে। এসময় নজরুলকে সাইকেল থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নজরুলের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আসাবকে আটক করে। এরপর পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই শহিদুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে আসাব কয়েকবার আমার ভাই নজরুলের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ ব্যাপারে মামলা চলমান আছে। আর আজ আমার ভাইকে একা পেয়ে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।’
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত ব্যক্তিকে থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন