পরিবহনের সময় শরীয়তপুরের বুড়িরহাট এবং সুরেশ্বর থেকে ২৬০০ কেজি নিষিদ্ধ জাটকা উদ্ধার করেছে পুলিশ। এসময় জাটকা পরিবহনের সাথে জড়িত থাকার দায়ে ট্রাক চালকসহ ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট থেকে মাদারীপুর যাওয়ার পথে শরীয়তপুরের বুড়িরহাট থেকে একটি ট্রাক ভর্তি ২০০০ কেজি জাটকা আটক করে পুলিশ। এসময় জাটকা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে ট্রাকের চালক সহ ২ জনকে আটক করা হয়। আটককৃতদের জাটকাসহ পালং মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ এসব জাটকা স্থানীয় দরিদ্র মানুষ ও এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
অপর এক ঘটনায় সকালে জেলার সুরেশ্বর থেকে একটি নসিমন বোঝাই ৬০০ কেজি জাটকা উদ্ধার করেছে সুরেশ্বর নৌ-ফাঁড়ি পুলিশ।
এদিকে ২ মার্চ থেকে সারা দেশে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৬। জেলেদের বিভিন্ন ধরনের সহায়তার পাশাপাশি জাটকা না ধরার জন্য জেলেদের উদ্বুদ্ধ করা হবে সরকারের এই কর্মসূচীর মাধ্যমে। মৎস বিভাগের এই কর্মসূচী চলমান অবস্থায় শরীয়তপুর থেকে এই বিপুল পরিমাণ জাটকা আটক করা হলো।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৬/মাহবুব