ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নুর মুহাম্মদ(৬০) কে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার মো. আলাতাফ হোসেন জানান, নুর মুহাম্মদকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আবেদের হাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে তার দেয়া তথ্য মতে ঝিনাইদহ শহরের দিশারী পলিটেকনিকের বিজ্ঞানাগার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং জামায়াতের সাংগঠনিক বই জব্দ করা হয়েছে। আটক নুর মুহাম্মদ জেলা শহরের চাকলা পাড়ার মৃত নিয়ামত আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, নূর মুহাম্মদ দীর্ঘদিন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মোহাদ্দেস আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল, সদর থানার ওসি হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে একটিদল পুলিশ সদস্য সাতক্ষীরায় গিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন